প্রতীকী ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজকে মৌখিক ভাষায় রূপান্তর করার অ্যাপ বানাচ্ছে টেক জায়ান্ট গুগল। বিশেষ এ অনুবাদক অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘গুগল জেশচার’। বাক প্রতিবন্ধীদের ভাষা যাতে অন্যরাও বুঝতে পারেন সে জন্যই গুগলের এই উদ্যোগ।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গুগল জেশচার অ্যাপটি তৈরিতে গুগলকে সহায়তা করছে সুইডেনের স্টকহোমে অবস্থিত বার্ঘস স্কুল অফ কমিউনিকেশন্সের শিক্ষার্থীরা।
গুগল জেশচার ব্যবহারকারীদের হাতে থাকবে বিশেষ এক ব্যান্ড যা পেশীর নড়াচড়া থেকে ইলেকট্রোমায়োগ্রাফি প্রক্রিয়ায় সাইন ল্যাংগুয়েজ সনাক্ত করবে এবং তা অ্যাপে মৌখিক ভাষায় অনুবাদের জন্য পাঠাবে। অনুবাদ শেষে প্রতিটি সাইন ল্যাংগুয়েজ এক একটি অডিও শব্দে পরিণত হবে।
এক ভিডিওতে বলা হয়েছে, ’অধিকাংশ মানুষই সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন না। ফলে বাক প্রতিবন্ধীদের সঙ্গে আলাপ-আলোচনা সম্ভব হয় না অনেকক্ষেত্রেই।’
অ্যাপটির মূল লক্ষ্যই হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজকে শ্রবণযোগ্য শব্দে রূপান্তর করে এই সমস্যার সমাধান করা। ম্যাশএবলের তথ্য অনুসারে, এর আগে শ্রবণ প্রতিবন্ধীদের জন্যও অ্যাপ তৈরি করেছিল গুগল।