প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > অ্যাপস > পথ দেখাবে গুগল ম্যাপ
পথ দেখাবে গুগল ম্যাপ

পথ দেখাবে গুগল ম্যাপ

সমতল পথ খুঁজে দেবে গুগল ম্যাপের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ। অ্যাপটির নতুন আপডেটে ভয়েস কমান্ড ফিচার হবে আরও উন্নত, প্রশ্ন করেই জেনে নেওয়া যাবে গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় আর পরবর্তী বাঁক।

গুগল ম্যাপের নতুন আপডেটে সাইক্লিস্টরা আলাদা করে বিভিন্ন সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। গন্তব্যে পৌঁছানোর সবগুলো রাস্তা, কোনটি সমতল আর কোনটি বন্ধুর সেটাও বলে দেবে গুগলের ম্যাপিং অ্যাপটি।

গুগল প্লে-স্টোরে এখনও আসেনি অ্যাপটি, তবে ইন্টারনেট থেকে অ্যাপটির গুগল অনুমোদিত ‘অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ ফাইল’ (APK) ডাউনলোড করে নিতে পারবেন ব্যবহারকারীরা।

এপিকে ইনস্টল করার পর পুরানো গুগল ম্যাপকে রিপ্লেস করে দেবে নতুন অ্যাপটি। গুগল ম্যাপের নতুন ভার্সনটি আইওএস ডিভাইসে কবে নাগাদ আসবে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ম্যাশএবল।

Comments

comments

Comments are closed.