প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > অ্যাপস > অ্যাপ চালু করলেন এ আর রহমান
অ্যাপ চালু করলেন এ আর রহমান

অ্যাপ চালু করলেন এ আর রহমান

এ আর রহমান ভক্তদের জন্য সুখবর। সম্প্রতি ‘এ আর রহমান’ অ্যাপ উদ্বোধন করলেন অস্কারজয়ী ভারতীয় এ সংগীতশিল্পী। এই অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন থেকে খুব সহজেই রহমান ও তাঁর সংগীতকে হাতের নাগালে পেয়ে যাবেন ভক্তরা।

ফেসবুক ও টুইটারে রহমানের অনুসারীর সংখ্যাটা নেহাতই কম নয়। সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় এ দুটি সাইট মিলিয়ে রহমানের ভক্ত সংখ্যা দুই কোটি ৪০ লাখেরও বেশি। এখন থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই প্রিয় শিল্পীকে অনুসরণ করতে পারবেন তাঁরা।

এ আর রহমান অ্যাপ তৈরি করেছে কুইকি ডটকম। এর প্রতিষ্ঠাতা এ আর রহমান, শেখর কাপুর ও সমীর বাঙ্গারা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

এ আর রহমান অ্যাপটি ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত হয়েছে।

অ্যাপ প্রসঙ্গে রহমান জানিয়েছেন, ‘আমার প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদর্শনের জন্য ধন্যবাদ জানাতেই আমার নতুন এই উপহার। এ অ্যাপের মাধ্যমে খুব সহজেই আমার সংগীতের পাশাপাশি আমার সংস্পর্শেও থাকতে পারবেন তাঁরা। আশা করছি, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের আরও কাছাকাছি যেতে পারব।’

এ আর রহমান অ্যাপ ব্যবহার করে রহমানের টুইটার ও ফেসবুক বার্তার ফিডব্যাক পাওয়ার পাশাপাশি তাঁর গান, ভিডিও ও ছবি দেখার সুযোগ পাবেন ভক্তরা।

Comments

comments

Comments are closed.