জনপ্রিয় ব্রাউজার মজিলার মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করেছে মজিলা বাংলাদেশ। ‘নো দ্য ফায়ারফক্স ওএস কন্টেস্ট’ শীর্ষক এ প্রতিযোগিতায় রয়েছে ব্লগিং কনটেস্ট ও আর্টওয়ার্ক কনটেস্ট। প্রতিটি বিভাগে বিজয়ী তিনজনের জন্য রয়েছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন। প্রতিযোগিতা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত: http://goo.gl/QQkDX6
