www.sachintendulkar.in
হাবিবুর রহমান তারেক :::
শচীন টেন্ডুলকার লিটল মাস্টার নামেই পরিচিত। ভারতের এ তারকা খেলোয়াড় বিভিন্ন সময়ে ভারত সরকারের সর্বোচ্চ খেতাবসহ অনেক পদক-পুরস্কার জিতেছেন_কয়জন রাখেন এ খবর? আপনি না রাখলেও তাঁর ভক্তরা ঠিকই সব খোঁজ রাখেন! কারণ শচীনের সব তথ্যই এখন আছে ওয়েবে। শুধু খেলার তথ্য নয়, তাঁর জন্মদিনের অনুষ্ঠান থেকে শুরু করে খেলার শেষ হালনাগাদ তাৎক্ষণিক যুক্ত হচ্ছে ওয়েবে।
শচীনকে নিয়ে তৈরি করা সাইটের একটি www.sachintendulkar.in। লিটল মাস্টার শচীনের সাক্ষাৎকার, অনলাইন ডায়েরি, ছবি, ভিডিও, বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত বক্তব্য-মন্তব্য, তাঁকে নিয়ে প্রকাশিত খবর-নিবন্ধ, ক্রীড়া জীবনের তথ্য ও খেলার পরিসংখ্যান এখন ওয়েবজুড়ে। রানের দৌড়ে পিছিয়ে নেই শচীন, তাঁর সেঞ্চুরির সংখ্যা এখন ৯৯; অর্থাৎ সেঞ্চুরির সেঞ্চুরি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। এ দৌড়ের ধাক্কা সামলাচ্ছেন এখন শচীনভক্তরা! হুমড়ি খেয়ে পড়ছেন ওয়েবে।
ভক্তরা যে কত-শত মন্তব্য করছে তাঁর সামাজিক যোগাযোগ সাইটে, তা বুঝতে পারবেন শচীনের অফিশিয়াল টুইটার পেইজে (twitter.com/ tendulkartweets) চোখ রাখলেই।
শুধু মন্তব্য করেই থামেননি ভক্তরা, তাঁকে নিয়ে সাইটও তৈরি করেছেন তাঁরা। দরকারি সব তথ্যই আছে শচীনভক্তদের তৈরি এ সাইটে (tendulkar.co.in)।
অন্যদিকে শচীন তথ্যে সমৃদ্ধ উইকিপিডিয়ার পাতায় (http://en.wikipedia.org/ wiki/Sachin_Tendulkar) তাঁকে বলা হয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। এ পাতায় তাঁর একদিনের ক্রিকেট ছাড়াও পাবেন টেস্ট, ঘরোয়া ক্রিকেট, জীবনী, ক্যারিয়ারে অর্জনের তথ্য। বাড়তি তথ্য হিসেবে কোন কোন পণ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে তিনি কাজ করেছেন, তাও যুক্ত করেছে উইকিপিডিয়া।