প্রথমবারের মতো বাংলাদেশের শিশুদের জন্য ‘মীনা গেম’ তৈরির প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনিসেফ। গেম হতে হবে বিনা মূল্যে ডাউনলোডযোগ্য এবং সব প্ল্যাটফর্মে খেলার উপযোগী। শিশু অধিকার তুলে ধরা এবং এ বিষয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে।
যেকোনো বাংলাদেশি নাগরিক, যার বয়স কমপক্ষে ১২ বছর বা তদূর্ধ্ব-এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। একক, দলীয় (সর্বনম্নি দুজন, সর্বোচ্চ সাতজন) এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে অংশ নেওয়া যাবে। জন্য আগ্রহীদের আহ্বান জানানো যাচ্ছে। পুরস্কার হিসেবে দেওয়া হবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদ (প্রাথমিক পুরস্কার)। চূড়ান্ত পুরস্কার দশ লাখ টাকা। ১৫ ডিসেম্বর ২০১৪-এর মধ্যেই অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে পারেন নিচের ওয়েবলিংকে- http://www.unicef.org/bangladesh/media_9056.htm