প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > গেমস > গেম তৈরি করেই জিততে পারেন দশ টাকা টাকা
গেম তৈরি করেই জিততে পারেন দশ টাকা টাকা

গেম তৈরি করেই জিততে পারেন দশ টাকা টাকা

প্রথমবারের মতো বাংলাদেশের শিশুদের জন্য ‘মীনা গেম’ তৈরির প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনিসেফ। গেম হতে হবে বিনা মূল্যে ডাউনলোডযোগ্য এবং সব প্ল্যাটফর্মে খেলার উপযোগী। শিশু অধিকার তুলে ধরা এবং এ বিষয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে।

যেকোনো বাংলাদেশি নাগরিক, যার বয়স কমপক্ষে ১২ বছর বা তদূর্ধ্ব-এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। একক, দলীয় (সর্বনম্নি দুজন, সর্বোচ্চ সাতজন) এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে অংশ নেওয়া যাবে। জন্য আগ্রহীদের আহ্বান জানানো যাচ্ছে। পুরস্কার হিসেবে দেওয়া হবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদ (প্রাথমিক পুরস্কার)। চূড়ান্ত পুরস্কার দশ লাখ টাকা। ১৫ ডিসেম্বর ২০১৪-এর মধ্যেই অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে পারেন নিচের ওয়েবলিংকে- http://www.unicef.org/bangladesh/media_9056.htm

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*