বাংলাদেশের এক লাখ নারীকে ল্যাপটপ দেবে মার্কিন কোম্পানি ডেল। আপনিও হতে পারেন সৌভাগ্যবতীদের একজন। ওয়ান ফ্যামিলি ফর ওয়ান উইম্যান’ প্রকল্পের আওতায় বাংলাদেশের নারীদের ল্যাপটপ দেওয়া হবে।
বুধবার দুপুরে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের দপ্তরে প্রকল্পটি নিয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স (সিডিএ) জন ড্যানিলুইজের বৈঠক হয়েছে।
বৈঠক শেষে জন ড্যানিলুইজ বলেন, ‘আমরা বাংলাদেশে নারী ও যুব উন্নয়নে বিনিয়োগ করতে চাই। শুধু সরকারের সঙ্গেই নয়, আমরা পিপিপির আওতায় নানা প্রকল্পেও বিনিয়োগ করতে চাই। সেজন্য আমরা ১ লাখ মহিলাকে ১ লাখ ল্যাপটপ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।’
এ প্রকল্পটি বাস্তবায়ন করবে আইসিটি মন্ত্রণালয়। প্রকল্পটি প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের একটি পর্যবেক্ষণ আছে বলে জানা গেছে। পরিকল্পনা মন্ত্রী বলেন, ’প্রকল্পটি বাস্তবায়িত হবে কী হবে না -এ বিষয়ে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে। মার্কিন বিনিয়োগ আমাদের দেশে খুব বেশি দৃশ্যমান, তাই বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিনিয়োগ বাড়াতে পারে।’
