প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জেনে রাখুন > জিমেইলে তথ্য চুরির নতুন ফাঁদ
জিমেইলে তথ্য চুরির নতুন ফাঁদ

জিমেইলে তথ্য চুরির নতুন ফাঁদ

জিমেইল থেকে তথ্য চুরি করতে নতুন ফাঁদ পেতেছে সাইবার দুর্বৃত্তরা, ছড়িয়েছে নতুন স্ক্যাম। অনলাইন নিরাপত্তা পণ্য নির্মাতা সিমানটেকের গবেষকেরা জানিয়েছেন, যদি ‘ডকুমেন্টস’ শিরোনামে বা ইমেইলের সাবজেক্টের ঘরে ‘ডকুমেন্ট’ কথাটি লেখা থাকে তবে সেই মেইল সংশ্লিষ্ট কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। এ ধরনের মেইলে ক্লিক করা হলে তা গুগল ড্রাইভের মতো চেহারায় একটি সাইন ইন পেজে নিয়ে যায়। অনেকেই তা গুগলের সার্ভিস ভেবে জিমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে বসেন।
সিমানটেকের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, জিমেইলে আসা ‘ডকুমেন্টস’ শিরোনামের মেইলে ক্লিক করা ও গুগল ড্রাইভের ভুয়া ল্যান্ডিং পেজের মতো একটি অ্যাকাউন্টে জিমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন। এটি মূলত একটি স্ক্যাম।
এদিকে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সাইটের আদলে তৈরি ভুয়া পেজটি সরিয়ে দেওয়া হয়েছে এবং এ ধরনের প্রতারণা ঠেকাতে গুগলের একটি দল কাজ শুরু করেছে।
গুগলের পরামর্শ হচ্ছে, যদি এ ধরনের কোনো স্ক্যামে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে থাকেন তবে দ্রুত আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।

Comments

comments

Comments are closed.