আগামী ৩ এপ্রিল থেকে বসছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনের এ মেলায় ১০টি প্যাভিলিয়ন ও আটটি স্টলে প্রদর্শিত হবে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। গতবারের মতো এবারও মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে।
আয়োজক প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’ জানায়, মেলায় দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট গ্যাজেট পরীক্ষা করে দেখতে ও কিনতে পারবেন। থাকবে বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার। এ ছাড়া ৫টি স্টলে অ্যাপ্লিকেশন নির্মাতারা তাদের অ্যাপ্লিকেশন প্রদর্শন করবে। মোবাইল অ্যাপ ডেভেলপার বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে।
প্রযুক্তি পণ্য ও অ্যাপ্লিকেশন প্রদর্শনের পাশাপাশি চারটি সেমিনার ও একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। বিষয় : ‘মোবাইল অ্যাপস: অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ’, ‘মোবাইল ওয়ালেট: দ্য স্মার্ট ব্যাংকিং’, ‘মাই ডিভাইস, সিকিউরড ডিভাইস’ ও ‘ট্রান্সফরমেশন অব দ্য গ্যাজেট: হোয়াট দ্য নেক্সট?’।
