প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জেনে রাখুন > জিমেইলে আসছে বেশ কিছু পরিবর্তন
জিমেইলে আসছে বেশ কিছু পরিবর্তন

জিমেইলে আসছে বেশ কিছু পরিবর্তন

বেশ কিছু নতুন ফিচার নিয়ে জিমেইলকে নতুন রূপ দিতে যাচ্ছে গুগল। এক দশক পূর্তি উপলক্ষে গুগলের এই মেইল-সেবায় বেশ কিছু পরিবর্তন আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি গিক ডটকম নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে নতুন ফিচারসমৃদ্ধ জিমেইলের তথ্য ফাঁস হয়েছে।
গিক ডটকম দাবি করেছে, জিমেইলে নতুন ট্যাব হিসেবে যুক্ত হবে ট্রাভেল, পারচেজ ও ফিন্যান্স। ইনবক্সের পাশাপাশি বর্তমানে সোশ্যাল, প্রমোশনাল, আপডেট ও ফোরাম ট্যাবগুলো রয়েছে। নতুন ট্যাবগুলো এর সম্পূরক ট্যাব হবে।
নতুন সংস্করণে গুরুত্বপূর্ণ মেইল চিহ্নিত করে রাখার জন্য কিছু টুল থাকবে। গুরুত্বপূর্ণ মেইল পিন করে রাখার সুবিধাও যুক্ত হবে। পুরোনো স্টার বা তারকা চিহ্নের পরিবর্তে নতুন পিনসুবিধা যুক্ত হবে। কোন মেইল কখন পড়া হবে, তা নির্ধারণ করে দেওয়ার জন্য একটি বিশেষ ফিচারও যুক্ত হবে এতে।
অবশ্য ঠিক কবে নাগাদ জিমেইলে আপডেট আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল কর্তৃপক্ষ।

Comments

comments

Comments are closed.