বাসে থাকবে ওয়াই-ফাই সুবিধা। বিআরটিসির এসব বাস থাকবে ঢাকার রাস্তায়, যার প্রতিটিতে অন্তত ৪০ জন যাত্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমন ডিজিটাল বাস চালু করল সরকার। ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তি নিয়ন্ত্রিত নতুন ধরনের এই বাসের নাম দেয়া হয়েছে ‘ডিজিটাল বাস’।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকালে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।
বিআরটিসির চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ জানান, উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন বাসগুলো চলাচল করবে। এসব বাস একইসঙ্গে ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তি নিয়ন্ত্রিত থাকবে। ফলে বাসটি কখন কোথায় অবস্থান করছে যাত্রীরা তা ঘরে বসেই জানতে পারবেন।
প্রথম দফায় ওয়াই-ফাই সুবিধা সম্বলিত ১০টি বাস নামানো হলেও পর্যায়ক্রমে বিআরটিসির আরো বাসে এই প্রযুক্তি বসানো হবে বলে জানান জসিম উদ্দিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) বিআরসিটিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
বিআরটিসির এক কর্মকর্তা জানান, প্রতিটি বাসে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে। একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এসব বাস ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও যাত্রীদের ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
