প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জেনে রাখুন > গোপন ই-মেইলে দেওয়া যাবে পাসওয়ার্ড
গোপন ই-মেইলে দেওয়া যাবে পাসওয়ার্ড

গোপন ই-মেইলে দেওয়া যাবে পাসওয়ার্ড

একই ই-মেইল ঠিকানা একাধিক মানুষ ব্যবহার করলে অনেক সময় বিশেষ নিরাপত্তার প্রয়োজন পড়ে। সংবেদনশীল কোনো বার্তা যেমন, ক্রেডিট কার্ডের গোপন নম্বর বা গুরুত্বপূর্ণ তথ্য পাঠানোর দরকার হতে পারে কারও। এ ক্ষেত্রে জিমেইল ব্যবহারকারীরা সিকিউর জিমেইল নামের গুগল ক্রোমের জন্য তৈরি একটা ছোট্ট প্রোগ্রাম ব্যবহার করে যেকোনো মেইলকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে পাঠাতে পারবেন। পাসওয়ার্ড মিলে গেলেই শুধু বার্তাটি দেখতে পারবে, অন্যথায় দেখতে পারবে না। এটি এখন পর্যন্ত জিমেইল ব্যবহারকারীরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে করতে পারছেন।
কাজটি করতে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার জিমেইলে সাইন ইন করুন। সিকিউর জিমেইল যোগ করতে http://goo.gl/DQ3FEF ওয়েব ঠিকানায় গিয়ে Install SecureGmail-এ ক্লিক করুন। ব্রাউজারে Add to Chrome নামের একটি পপ-আপ এলে সেটির অফ বোতামে ক্লিক করুন। কিছুক্ষণ পর Secure Gmail added to …বার্তা দেখিয়ে সেটি ব্রাউজারে যোগ হয়ে যাবে। এবার আপনার জিমেইলের Compose mail-এর পাশে একটি নতুন আইকন যোগ হবে, এখানে ক্লিক করলে পাসওয়ার্ডসহ মেইল পাঠানোর জন্য New Message – Secured উইন্ডো খুলে যাবে। এবার যাকে মেইল পাঠাবেন, To-এর ঘরে তার মেইল ঠিকানা, Subject ঘরে মেইলের বিষয়বস্তু লিখে মূল মেইল লিখে নিন। লেখা শেষে Send Encrypted বোতাম চাপুন। Encrypt Message নামের একটি নতুন উইন্ডো চলে আসবে। Encryption Password ঘরে যে পাসওয়ার্ড দিয়ে মেইলটি সংরক্ষিত করতে চান, সেটি লিখুন। Password Hint ঘরে প্রাপককে পাসওয়ার্ড সম্পর্কে কোনো ইঙ্গিত দিতে চাইলে এখানে সেটি লিখতে পারেন, তবে নিরাপত্তার খাতিরে এটি না লিখলেও চলবে। পাসওয়ার্ড লিখে Encrypt & Send বোতামে ক্লিক করলে আপনার প্রাপকের কাছে পাসওয়ার্ড সংরক্ষিত মেইলটি চলে যাবে।
প্রাপক যদি মেইলটি দেখতে চান, তাহলে তাঁকে ওপরের নিয়মে গুগল ক্রোম ব্রাউজারে সিকিউর জিমেইল এক্সটেনশন যোগ করে নিয়েই দেখতে হবে। অন্য কোনো ব্রাউজারে ই-মেইল দেখতে চাইলে সিকিউর জিমেইল ব্যবহারের ফলে বার্তা এনক্রিপ্টেড হয়ে যাবে, তাই বার্তাটি অন্য কেউ বুঝতে পারবে না। গুগল ক্রোম ব্রাউজারে সিকিউর জিমেইল এক্সটেনশন যোগ করা থাকলে সেই মেইলে This message is encrypted. Decrypt message with password লেখা দেখাবে, এখানে ক্লিক করে পাসওয়ার্ড প্রবেশ করালে তখন বার্তাটি দেখা যাবে।

Comments

comments

Comments are closed.