নিজস্ব ভিডিও চ্যাট অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছে ফেসবুক। এ মাসেই ভিডিওঅ্যাপ সিং শট উন্মোচন করা হতে পারে। অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করা হলে ছোট ভিডিও বার্তাগুলো টাচস্ক্রিনে চাপ দিয়ে শেয়ার করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। খবর ফিনান্সিয়াল টাইমসের।
সংবাদমাধ্যমটি জানায়, জনপ্রিয় ছবি শেয়ারিংঅ্যাপ স্ন্যাপচ্যাট কিনতে ব্যর্থ হয়ে মার্ক জুকারবার্গ এ উদ্যোগ নিয়েছেন। তিনিই এ টপ সিক্রেট প্রকল্প নিয়ে কাজ করছেন।
গত বছর ইভান স্পাইজেল ও ববি মারফিকে প্রায় ৩ বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েও স্ন্যাপচাট কিনতে না পারায় নিজেরাই এ ধরনের অ্যাপ তৈরির পরিকল্পনা করেন।
