প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জেনে রাখুন > গ্রামীণফোনে এক টাকায় দিনভর ফেসবুক
গ্রামীণফোনে এক টাকায় দিনভর ফেসবুক

গ্রামীণফোনে এক টাকায় দিনভর ফেসবুক

গ্রাহকদের জন্য দারুন এক অফার দিয়েছে দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন। কোম্পানিটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে তার গ্রাহকরা মাত্র এক টাকা খরচ করে সারা দিন ফেসবুক ব্যবহার করতে পারবেন। এই অফারের আওতায় গ্রাহকরা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই সেবাটি পাবেন।
গ্রামীনফোনের এই অফারটিতে গ্রাহকরা মাত্র ১ টাকা খরচ করে ৩ এমবি ইন্টারনেট (২জি) ও ২টি এমএমএস ফ্রি পাবেন। প্যাকেজ কার্যকর হওয়ার দিন সহ দুদিন এ সুবিধার মেয়াদ থাকবে। এছাড়া মেয়াদ শেষ হওয়ার আগেই যদি ডাটা শেষ হয়েও যায় তবে গ্রাহকরা ওই সময়ে প্রতি ১০ কিলোবাইট ০.০১ টাকায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এ সুযোগে স্বয়ংক্রিয় নবায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
ইউএসএসডি কোড *৫০০*১১*১# ডায়াল করে যে কেউ বিনামূল্যে এ সুযোগটি নিতে পারেন। এছাড়াও গ্রাহকরা *৫০০*৬১# ডায়াল করে নিজেদের ইন্টারনেট ভলিউম ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং *৫০০*৬০# ডায়াল করে কতটুকু ব্যবহারের বাকি আছে তা জানতে পারবেন কোনো খরচ ছাড়াই।
গ্রামীনফোনের সিএমও অ্যালান বঙ্কে জানান, অধিকাংশ গ্রাহক এখনো ফিচার ফোন ব্যবহার করেন। তাদের জন্য এটি একটি সাশ্রয়ী প্যাকেজ। সাধারণের ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার্থেই এই সেবা।

Comments

comments

Comments are closed.