প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জেনে রাখুন > ইবোলা ফিশিং ই-মেইল থেকে সাবধান
ইবোলা ফিশিং ই-মেইল থেকে সাবধান

ইবোলা ফিশিং ই-মেইল থেকে সাবধান

রায়হান আশরাফী:::

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। আর এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের কাজ সেরে নিতে উঠে-পড়ে লেগেছে সাইবার অপরাধীরা।

ইবোলা ভাইরাসের খবর দিয়ে স্প্যাম লিংকযুক্ত ই-মেইল পাঠানো হচ্ছে মানুষের ই-মেইলে।

বর্তমানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইবোলা ভাইরাস বিষয়ক খবর খুবই গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে। আর এই সংক্রান্ত ই-মেইল পাঠানোর মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে ইন্টারনেট এবং ই-মেইল ব্যবহারকারীদের কম্পিউটারে। মূলত সেখানে একটি খবরের শিরোনাম উল্লেখ করা হয় এবং বিস্তারিত পড়তে একটি লিংক দেয়া থাকে। আর এই লিংকে ক্লিক করা মাত্রই তাদের ই-মেইল অ্যাকাউন্টের কর্তৃত্ব পেয়ে যায় সাইবার অপরাধীরা। এই ধরনের ই-মেইলের গ্রহণযোগ্যতা বাড়াতে সেখানে বিবিসি কিংবা সিএনএন-এর লোগোও জুড়ে দেয়া হয়। তথ্যপ্রযুক্তিবিদরা এধরনের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে ইন্টারনেট ব্যবহারকারীদের অনুরোধ করেছেন।

Comments

comments

Comments are closed.