বিটিসিএল মগবাজার একচেঞ্জের প্রায় সাত হাজার টেলিফোন নম্বর পাল্টে যাচ্ছে। সাত ডিজিটের নম্বর আট ডিজিটের নম্বরে রূপান্তরিত হবে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে যে নিরবিচ্ছিন্ন ও ‘ট্রিপল প্লে’-সেবা দেওয়ার লক্ষ্যে এ পরিবর্তন, তা পেতে সাধারণ গ্রাহকদের এখনো কয়েক বছর অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।
ঢাকার সব অলিগলিতে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন না হলে সব এলাকায় ওই সেবা পাওয়া যাবে না। এখন শুধু মিরপুর ডিওএইচএসে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক থাকায় এ উন্নত সেবা চালু হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৮৩৫’ এবং ‘৮৩৬’ গ্রুপের প্রায় সাত হাজার টেলিফোন নম্বর আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ৮ (আট) ডিজিটের টেলিফোন নম্বর দ্বারা পরিবর্তন করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে পর্যায়ক্রমে এ পরিবর্তন শুরু হবে।
তবে শেরে বাংলানগর টেলিফোন এক্সচেঞ্জের নম্বরগুলো পরিবর্তনে কোনো সংগতি রাখা হয়নি। এতে অনেক গ্রাহক বিপাকে পড়েছেন।
বিটিসিএল জানায়, পুরাতন নম্বর ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েব পেজে পাওয়া যাবে। এ ছাড়া নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকদেরকে তা জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে চাইলে অফিস চলাকালীন ৯৩৫৮৩৫২ ও ৯৩৫৬০৪৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বিটিসিএল।
