‘ইনবক্স’ নামে নতুন একটি মেইল সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল। জিমেইলও চালু থাকবে। গতকাল জিমেইলের পাশাপাশি নতুন এই সেবা চালু করার ঘোষণা দিয়েছে গুগল। ‘ইনবক্স’ ব্যবহার করে মেইল ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং মেইলের তথ্য দেখার বিষয়টি আরও ব্যবহার বান্ধব হবে বলেই গুগল কর্তৃপক্ষের দাবি।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত কিছু জিমেইল ব্যবহারকারকারীকে তাঁদের নতুন মেইল সেবা পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা এই মেইল ব্যবহার করতে চাইলে গুগলের কাছে (inbox@google.com) এই ঠিকানায় মেইল পাঠাতে পারেন। মেইল পেলে গুগল আগ্রহীদের কাছে আমন্ত্রণ পাঠাতে পারে।
২০০৪ সালে চালু হওয়া জিমেইলের পাশাপাশি নতুন সেবাটি ওয়েব মেইল, অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ হিসেবেও পাওয়া যাবে।
গুগল জানিয়েছে, অনলাইনে কেনাকাটা করার মতো বিষয়গুলো ইনবক্স মেইলে রিয়েল টাইমে আপডেট পাওয়া যাবে। এ ছাড়া ছোটখাটো কাজের বিষয় মনে করিয়ে দেবে এই মেইল সেবাটি।