ফ্রি ফোনকল! তাও আবার ফেসবুকে! সত্যি এমন সেবা চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
ফেসবুকের ম্যাসেঞ্জার অপশনে যোগ হলো ফ্রি ফোনকল করার সুবিধা। এখন থেকে ফেসবুকের সোশ্যাল ম্যাসেঞ্জার অ্যাপলিকেশন থেকে ফ্রিতে ফোন করা যাবে।
ফেসবুক ম্যাসেঞ্জারের সাহায্যে আগে থেকেই চ্যাট, ফোট চ্যাট বা ভিডিও চ্যাট করা যেত। এর জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল ফেসবুক ম্যাসেঞ্জার। এখন থেকে পাওয়া যাবে বিনা মূল্যে ফোনের সুবিধাও। তবে ফেসবুক ম্যাসেঞ্জারের নতুন এই সুবিধা শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনগুলিতে পাওয়া যাবে। এ ছাড়া অ্যানড্রয়েড ফোনে একটি রিসিভার ও কলারের একটা তালিকা দরকার, ফ্রি ফোন করার জন্য।
