সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সারাবিশ্বেই তুমুল জনপ্রিয়। বাংলাদেশেও এটির ব্যবহারকারীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে। আমাদের মায়ের ভাষা বাংলায় ফেসবুক ব্যবহার করতে পারলে কেমন হয়? এমন সুবিধা আছে ফেসবুকে। চাইলে আপনিও বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করতে পারবেন। জেনে নিন কীভাবে-
এখনও বেশিরভাগ ব্যবহারকারী ফেইসবুকে ইংরেজি ভাষায় যোগাযোগ করে থাকেন। ভিন্ন ভাষাভাষীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষটি নিজের পছন্দ মত ভাষা নির্বাচনের সুবিধা চালু রেখেছে।
এ টিউটোরিয়ালে কিভাবে বাংলা ভাষা নির্বাচন করা যায় সে পদ্ধতি তুলে দেওয়া হলো।
প্রথমে ফেইসবুক একাউন্টে লগইন করতে হবে।
এরপর ‘setting’ এ যেতে হবে।
সেখান থেকে ‘General Account Settings’ এ যেতে হবে।
এরপর ‘Language’ এ গিয়ে বাংলা ভাষা নির্বাচন করে দিতে হবে।
তারপর পেইজটি রিফ্রেশ দিলেই পছন্দের ভাষা হিসেবে বাংলা দেখা যাবে।