খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটার এখন বাংলা ভাষায় দেখা যাবে। টুইটারের মূল ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ওয়েবসাইট (mobile.twitter.com), অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ্লিকেশনে (অ্যাপ) বাংলা সমর্থনের সুবিধা চালু করেছে। এর ফলে সম্পূর্ণ বাংলায় বার্তা (টুইট) লেখা ও পড়া যাবে। বাংলা ছাড়াও সম্প্রতি ভিয়েতনামিস, চেক, রোমানিয়ান ও ইউক্রেনিয়ান ভাষা যুক্ত হয়েছে টুইটারে। বিভিন্ন ভাষাভাষীর স্বেচ্ছাসেবকদের অনুবাদ করা এসব ভাষা এর আগে শুধু অনুবাদকাজের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকদের জন্য উন্মুক্ত ছিল।
গতকাল মঙ্গলবার থেকে এসব ভাষার সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাংলা কিংবা অন্যান্য ভাষা নির্বাচন করতে টুইটারের সেটিংস থেকে ভাষা অপশনে গিয়ে পছন্দের ভাষা বেছে নিতে হবে।
চাইলে যে কেউ টুইটারের এ ভাষা অনুবাদেও যুক্ত হতে পারেন। এতে নির্দিষ্ট শব্দ কিংবা লাইনের সঠিক অর্থ লিখে জমা দেওয়া যাবে। সেখান থেকে নির্বাচিত এবং সঞ্চালক কর্তৃক পরীক্ষিত হওয়ার পর সেটি মূল টুইটারে বাংলা ভাষায় যুক্ত হবে। আগ্রহীরা (translate.twitter.com) ঠিকানায় গিয়ে বাংলা অনুবাদে যুক্ত হতে পারেন।
উল্লেখ্য, ২০০৬ সালে মাত্র ১৪০ শব্দের মধ্যে খুদে ব্লগ লেখার সুবিধা নিয়ে চালু হয় টুইটার। এরই মধ্যে গত বছরের প্রকাশিত তথ্য অনুযায়ী এ ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যের সংখ্যা ৫০ কোটিরও বেশি, যাঁরা প্রতিদিন ৩৪ কোটি টুইট প্রকাশ করেন। প্রতি মাসে নিয়মিত টুইটার ব্যবহার করেন ২৪ কোটিরও বেশি ব্যবহারকারী। বর্তমানে ৪৪টি ভাষায় টুইটার ব্যবহার করা যায়, যার মধ্যে বেশ কয়েকটি ভাষা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে বাংলা পূর্ণাঙ্গভাবেই চালু হয়েছে। যাঁরা অনুবাদে যুক্ত হয়ে কাজ করছেন, এমন ব্যবহারকারীরা নামের পাশে পাবেন বিশেষ ‘ট্রান্সলেটর’ চিহ্ন দিয়ে দেওয়া টুইটার।