অ্যাপ বানিয়েই জিতে নিতে পারেন ২২ লাখ টাকা। এর জন্য অংশ নিতে হবে প্রতিযোগিতায়। মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন নির্মাতাদের প্রতিযোগিতা ‘ফায়ারফক্স অ্যাপ চ্যালেঞ্জ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন, মোজিলা এবং মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (এমসিসি) এই প্রতিযোগিতার আয়োজক। প্রতিযোগিতা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ২৭ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা। প্রতিযোগিতায় অংশ নিতে হলে বাংলাদেশি যে কোনো অ্যাপ নির্মাতা ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে ফায়ারফক্স মার্কেট প্লেসে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে।
এজন্য www.firefoxappchallenge.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
পাঁচটি ক্যাটাগরিতে অ্যাপ জমা দেয়া যাবে। এগুলো হচ্ছে- সার্ভিসেস (সোশ্যাল, পাবলিক, গভার্নমেন্ট), এন্টারটেইনমেন্ট, গেমস, নিউজ অ্যান্ড মিডিয়া এবং টুলস অ্যান্ড ইউটিলিটি।
অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নির্বাচিত ১০০ জনকে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের ওপর দুই দিনের প্রশিক্ষণ দেবে মোজিলা ফাউন্ডেশন এবং এমসিসি।