রায়হান আশরাফী, ইনফোপিডিয়া ডেস্ক :::
এখন মাত্র ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে নেটবুক। বাংলাদেশে তৈরি দোয়েল নেটবুক এই মূল্যে বিক্রির ঘোষণা দিয়েছে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। তাও আবার দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ অফার ঘোষণা করা হয়েছে। এ অফারের আওতায় মাত্র ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে দেশি ব্র্যান্ডের প্রাইমারি-২১০২ মডেলের নেটবুক, যার পূর্বমূল্য ছিল ১০ হাজার ৫০০ টাকা।
সাশ্রয়ী মূল্যের এই নেটবুক বুধবার থেকে গুলিস্তানের বিটিসিএল ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার, গাজীপুরের টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিপণন সেন্টার এবং খুলনার বিসিএল ওয়ান পয়েন্ট থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সাশ্রয়ী মূল্যে নেটবুক বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছে টেশিস। পাশাপাশি “দোয়েল” এর অন্যান্য মডেলের ল্যাপটপ এবং নেটবুক আগের চেয়ে অনেক কমমূল্যে বিক্রয় করা হচ্ছে এসব বিক্রয়কেন্দ্রে। এর মধ্যে রয়েছে- ৩২০ জিবি ধারণ ক্ষমতার বেসিক ০৭০৩পি এর মূল্য ১৩ হাজার ৩০০ টাকা, একই মডেলের ২৫০জিবি হার্ডডিস্কের নোটবুকের দাম ১৩ হাজার টাকা। স্ট্যান্ডার্ড ২৬০৩ মডেলের নোটবুক ১৪ হাজার টাকা, অ্যাডভান্স-১৬১২ নোটবুক ১৪ হাজার টাকা, অ্যাডভান্স ১৬১২ মডেল ২০ হাজার এবং ১৬১২ই মডেল এর মূল্য ২১ হাজার টাকা।
জানা গেছে, স্টক পর্যাপ্ত থাকায় পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ বিক্রি অব্যাহত থাকবে। আরও জানতে ঘুরে আসুন দোয়েলের ওয়েবপোর্টালে-
www.doel.com.bd
