প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > প্রযুক্তি পণ্য > তিন সিমের স্মার্টফোন!
তিন সিমের স্মার্টফোন!

তিন সিমের স্মার্টফোন!

স্মার্টফোনে বড়জোর দুটি সিম ব্যবহারের সুবিধা পেতে পারেন। বাজারে যে সর্বোচ্চ দুটি সিমের স্মার্টফোন পাওয়া যায়! কিন্তু যদি হাতে পান তিন সিমের স্মার্টফোন! সবাইকে চমকে দিতে কোরীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং বাজারে আনল তিন সিমকার্ডের স্মার্টফোন। যা চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
নতুন এই স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে ‘গ্যালাক্সি স্টার ট্রায়োস’। ১০৫ গ্রাম ওজনের এই স্মার্টফোনটি ১১ মিলিমিটার পুরু। এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ অপারেটিং সিস্টেম। এতে আছে ১ গিগাহার্টজের সিঙ্গেল-কোর প্রসেসর, ৩.১৪ ইঞ্চি টাচস্ক্রিন, ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট মেমোরি। মাইক্রো এসডি মেমোরি কার্ডও সমর্থন করবে স্মার্টফোনটি। থাকছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ভিডিও সুবিধা। স্মার্টফোনটি ব্রাজিলে ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। শিগগিরই ভারতীয় উপমহাদেশেও পাওয়া যাবে। দাম থাকছে হাতের নাগালেই!

Comments

comments

Comments are closed.