প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > প্রযুক্তি পণ্য > স্মার্টওয়াচ কি? কেন দরকার?
স্মার্টওয়াচ কি? কেন দরকার?

স্মার্টওয়াচ কি? কেন দরকার?

স্মার্টওয়াচ এই সময়ের আলোচিত একটি শব্দ। স্যামসাং গ্যালাক্সি গিয়ার বা সনি স্মার্ট ওয়াচের কথা আপনি হয়তো শুনে থাকবেন। আসুন জেনে নিই এই ডিভাইস সম্পর্কে।

ইনফোপিডিয়া ডেস্ক :::
স্মার্টওয়াচ হচ্ছে ঘড়ির মতো পরিধানযোগ্য, কম্পিউরাইজডডিভাইস; যেটাতে সময় দেখা ছাড়াও আরো কিছু এডভান্স কাজ করতে পারবেন। এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে। গত দশকের শুরুর দিকে যেগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। স্মার্টওয়াচে পিডিএ-র সব সুবিধা ছাড়াও থাকছে ক্যামেরা, মেমোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা।
স্মার্টফোনের সঙ্গে স্মার্টওয়াচ কানেক্ট পরার পর স্মার্টফোনের যাবতীয় ফোন কল, ইমেল, টেক্সট ম্যাসেজ, ফেসবুক ম্যাসেজ, টুইটার ফিড, আবহাওয়ার পূর্বাভাসসহ অনেক কিছুই আপনি ফোনটি বের না করেই ঘড়ির দিকে তাকিয়েই দেখতে পারবেন!
এতে আছে ভাইব্রেশন অ্যালার্টের ব্যবস্থা। সুবিধা হচ্ছে, এটি স্মার্টফোনের মতো বড় নয়। ফলে অফিসের মিটিংয়ে বা যেসব আলোচনায় বসে স্মার্টফোনের দিকে নজর রাখাটা অশোভন মনে হয়, সেসব জায়গায় বসেও দিব্যি ফোনটির দিকে নজর রাখা যায়।
স্মার্টওয়াচ বাজারে এখন খুব বেশি প্রচলিত না হলেও, কিছুদিনের মধ্যেই যে বাজারে বড় জায়গা দখল করবে, তা বলার অপেক্ষা রাখে না।

Comments

comments

Comments are closed.