হৃদস্পন্দন বুঝতে পারে এমন স্মার্টওয়াচ আনছে গুগল। মোবাইল ফোন ও ট্যাবলেটের সঙ্গে যুক্ত করে এসব ডিভাইসের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে এই ভয়েস নিয়ন্ত্রিত স্মাটওয়াচ থেকে। নতুন এ প্রযুক্তিপণ্য বাজারে আসছে বছরের শেষ নাগাদ। আগামী প্রজন্মের কম্পিউটিং সুবিধা হাতের ঘড়িতে এনে দিতে এই কার্যক্রম।
সম্প্রতি আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে স্মার্টওয়াচসহ বিভিন্ন পরিধানযোগ্য কম্পিউটার তৈরির ঘোষণার পরপরই গুগল এই ঘোষণা দিয়েছে। এই বছরের শেষ দিকেই পরিধানযোগ্য কয়েকটি অ্যাপল পণ্য বাজারে আসবে বলে ঘোষনা দেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।
গুগল ব্লগে স্মার্টওয়াচ সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যায় ক্রীড়া স্কোর, মিউজিক নিয়ন্ত্রণ, টেক্সট মেসেজের উত্তর দেওয়া এমনকি বাসার গ্যারেজ খোঁলার জন্য মানুষ তাদের ঘড়িকে কথার মাধ্যমে নির্দেশনা দিচ্ছে।
স্মার্টওয়াচ তৈরির প্রতিযোগিতার দৌঁড়ে পিছিয়ে নেই অন্য ইলেক্ট্রনিক কোম্পানিগুলোও। এলজি ইলেক্টনিক্স জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে ‘জি ওয়াচ’ নামে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন বাজারে আনছে তারা। মটোরোলাও ‘মটো ৩৬০’ নামে অ্যান্ড্রয়েড ওয়াচ আনবে শিগগিরই। ফসিল গ্রুপ ইনকর্পোরেশন অ্যান্ড্রয়েড ডিভাইস আনার ঘোষনা দিয়েছে।
স্মার্টওয়াচ বিক্রিতে এগিয়ে স্যামসাং। ইতিমধ্যে তারা বাজারে ছেড়েছে স্মার্টওয়াচ ‘গ্যালাক্সি গিয়ার’ এর দ্বিতীয় সংস্করণ।
