প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > প্রযুক্তি পণ্য > আইফোন ৬ আসছে ৯ সেপ্টেম্বর!
আইফোন ৬ আসছে ৯ সেপ্টেম্বর!

আইফোন ৬ আসছে ৯ সেপ্টেম্বর!

আইফোন ফাইভ এস এবং সি-এর পর বহুপ্রতীক্ষিত আইফোন সিক্স এবার আসছে বাজারে। প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইট রি-কোড জানিয়েছে, অ্যাপল নেক্সট জেনারেশন হ্যান্ডসেট আইফোন সিক্স বাজারে আনছে সেপ্টেম্বরের ৯ তারিখে।
লঞ্চিং ডেটসহ ‘এ এইট’ প্রসেসরে চালিত দুটি নতুন মডেলের আইফোন বাজারে আসার গুজবও পোক্ত হল এবার। নিশ্চিত তথ্যের মধ্যে আরও রয়েছে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চির স্ক্রিনের খবরও।
বিভিন্ন প্রযুক্তিবিষযক সাইটে জোরালোভাবে ধারণা প্রাকাশ করা হয়েছে, আইফোন সিক্সের পাশাপাশি নতুন একটি স্মার্টওয়াচও আনছে অ্যাপল। যদিও এ ব্যাপারে কোন মন্তব্য করেননি অ্যাপলের মুখপাত্র।

Comments

comments

Comments are closed.