প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > প্রযুক্তি পণ্য > আসছে ‘বিজয়’-এর নতুন সংস্করণ
আসছে ‘বিজয়’-এর নতুন সংস্করণ

আসছে ‘বিজয়’-এর নতুন সংস্করণ

বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার ‘বিজয়’-এর নতুন সংস্করণ আসছে। ‘বিজয় একাত্তর ৪’ নামের এ সংস্করণ ১৬ ডিসেম্বর উন্মুক্ত করা হবে। সংস্করণটিতে যুক্ত করা হয়েছে নতুন টাইপোগ্রাফিসহ ১০০ বাংলা ফন্ট। থাকছে নতুন কনভার্টার এবং বিশেষায়িত ফন্ট। এটি কোয়ার্ক এক্সপ্রেস ও এডবির সর্বশেষ সংস্করণেও কাজ করবে।

বিজয় কি-বোর্ড ও সফটওয়্যারের প্রণেতা মোস্তাফা জব্বার জানান, ২৬ বছর ধরে বিজয় বাংলা প্রকাশনার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবারের সফটওয়্যারটি উইন্ডোজের ৮ ও ১০ সংস্করণের পাশাপাশি লিনাক্স ও অ্যানড্রয়েডেও কাজ করবে। এর বাংলা টাইপোগ্রাফিতে বৈচিত্র্য আনা হয়েছে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*