কোরিয়ান মোবাইল সংস্থা স্যামসাং গত দুই সপ্তাহের মধ্যে এই নিয়ে দুইবার তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫ ও এর ৪জি এলটিই মডেলের দাম কমাল।
কোম্পানিটি তাদের অফিসিয়াল অনলাইন স্টোরে ৩৪,৯০০ টাকায় স্যামসং গ্যালাক্সি বিক্রি করছে। এর আগে এর দাম ছিল ৩৭,৫০০ টাকা। অর্থাৎ এই ফোনের দাম প্রায় ২৬০০ টাকা কমেছে।
স্যামসং গ্যালাক্সি এস৫ ৪জি এবার ৩৬৯০০ টাকায় বিক্রি হচ্ছে, যার আগে দাম ছিল ৪০,৩০০ টাকা। অর্থাৎ এই ফোনের দামও ৩,৪০০ টাকা কমেছে। এই নিয়ে দ্বিতীয়বার স্যামসং তাদের এই সিরিজের ফোনের দাম কমাল। এর আগেও গত অক্টোবর মাসে এই দুটি ফোনের দাম কমেছিল।
স্যামসং গ্যালাক্সি এস৫-য়ের বিক্রি গত এপ্রিল মাস থেকে চালু হয়। তখন এর দাম ছিল ৫১৫০০ টাকা। গ্যালাক্সি এস৫ ৪জির দাম ছিল ৫৩,৪৪৮ টাকা। শুরুর সময় থেকে তুলনা করলে এখনও পর্যন্ত গ্যলাক্সি এস৫-য়ের দাম প্রায় ১৬,৬০০ টাকা ও এস৫ ৪জির দাম ১৬,৫৪৮ টাকা কমেছে।