সম্প্রতি বাজারে এসেছে এইচপি প্রো ডেস্ক নামের নতুন ব্র্যান্ড পিসি। ৪০০ জি১ এমটি মডেলের এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইনটেল কোর আই থ্রি ৪১৩০ মডেলের প্রসেসর, এইচ৮১ চিপসেট, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ৪৪০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড।
এই পিসির সঙ্গে আরও রয়েছে ১৮.৫ ইঞ্চি এইচপিরএলইডি মনিটর, ইউএসবি অপটিক্যাল মাউস ও কিবোর্ড এবং ইন্টারনাল স্পিকার।
দেশের বাজারে এইচপির ব্র্যান্ড পিসি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। এই পিসির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। দাম ৪২ হাজার ৫০০ টাকা।