অ্যাপলের তৈরি আইফোন বাংলাদেশের বাজারে বিপণন শুরু করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। চলতি সপ্তাহ থেকে আইফোন ৫এস বিক্রির মাধ্যমে বাংলাদেশে আইফোনের পণ্য সেবা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
কম্পিউটার সোর্স কর্তৃপক্ষ জানিয়েছে, ধানমন্ডিতে কম্পিউটার সোর্সের ‘অ্যাপল শপ’ থেকে আইফোনের ‘টাচ অ্যান্ড ফিল’ অভিজ্ঞতা পাবেন গ্রাহকেরা।
কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানান, আইফোন বিক্রির জন্য অ্যাপলের কাছ থেকে অনুমোদন পেয়েছে কম্পিউটার সোর্স। এ ছাড়া বাংলাদেশে অনুমোদিত সব আইফোনের এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। প্রতিষ্ঠানের অ্যাপল অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে এই সেবা দেওয়া হবে। অ্যাপল সার্টিফায়েড প্রকৌশলীরা এই সেবা দিলেও এর জন্য অতিরিক্ত কোনো খরচ করতে হবে না।
আসিফ মাহমুদ আরও জানান, কম্পিউটার সোর্সের সেবা চালুর ফলে অ্যাপল অনুমোদিত সেলস সেন্টার থেকে আইফোন কিনলেই কেবল বিক্রয়োত্তর সেবা পাবেন দেশের ব্যবহারকারীরা