এ সময়ে স্মার্টফোন তুমুল জনপ্রিয়। ঢাকার প্রযুক্তি বাজারে গত এক মাসে বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন এসেছে। ক্রেতাদের আগ্রহ বেশি নতুন স্মার্টফোনেই। ঢাকার একাধিক বাজার থেকে পাওয়া স্মার্টফোনের দাম নিচে দেওয়া হলো।
স্যামসাং
গ্যালাক্সি এস ফাইভ ৬০,০০০ টাকা; এস ফোর ৪৫,০০০ টাকা; এস ফোর মিনি ৩৭,০০০ টাকা; নোট থ্রি ৬৩,০০০ টাকা; এস ডুয়োস টু ১৩,৯০০ টাকা; ট্রেন্ড ৯,৯০০ টাকা; গ্র্যান্ড নিও ২১,৯০০ টাকা, কোর ১৮,৫০০ টাকা।
অ্যাপল
আইফোন ফোর ৩৪,৯০০ টাকা; ফোর-এস ৩৯,৯০০ টাকা; ফাইভ ৫১,৫০০ টাকা; ফাইভ-এস ১৬ জিবি ৫৫,৫০০ টাকা ও ১৬ জিবি ৪৪,৫০০ টাকা।
নকিয়া
লুমিয়া-৫২৫ ১২,৫০০ টাকা; লুমিয়া-৬২৫ ১৮,৫০০ টাকা; লুমিয়া-৯২৫ ৩২,০০০ টাকা; লুমিয়া-১০২০ ৪২,০০০ টাকা; লুমিয়া-১৩২০ ২৬,৯৯০ টাকা।
সনি
এক্সপেরিয়া এস ২৫,০০০ টাকা; পি ২০,০০০ টাকা; জেড ৩২,৯০০ টাকা; সোলা-১৫,৫০০ টাকা।
ব্ল্যাকবেরি
বোল্ড ৯৭০০ ৩৫,০০০ টাকা ও বোল্ড টাচ ৯৯০০ ৪৩,০০০ টাকা; জেট১০ ৫৫,০০০ টাকা।
সিম্ফোনি
ডব্লিউ-১৬ ৪,৪০০ টাকা; ডব্লিউ-৭২ ৭,৯০০ টাকা; ডব্লিউ-২৮ ১০,৯৯০ টাকা; ডব্লিউ-১৪০ ১৪,৪৯০ টাকা; জেডথ্রি ১৯,৯৯০ টাকা।
ওয়ালটন
প্রিমো ডি ফোর ৪,৭৫০ টাকা; এন ১২,১৯০ টাকা ও এনএক্স ১৭,৯৯০ টাকা; জি এফ ৮,৬৯০ টাকা; জি টু ১২,৫৯০ টাকা; জি থ্রি ১১,৯৯০ টাকা।
হুয়াউই
অ্যাসেন্ড ওয়াই৫১১ ৬,৯৯০ টাকা; অ্যাসেন্ড পি৬ এস ৩৪,৯৯০ টাকা; অ্যাসেন্ড মেট ৩১,৯৯০ টাকা।
এইচটিসি
ওয়ান ম্যাক্স ৫১,০০০ টাকা; ওয়ান ৪২,৯০০ টাকা ও ওয়ান মিনি ৩১,৯০০ টাকা।
# বাজারভেদে দাম কিছুটা কমবেশি হতে পারে।