প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > মোবাইলের বাজারদর > দাম কমল হুয়াওয়ে স্মার্টফোনের
দাম কমল হুয়াওয়ে স্মার্টফোনের

দাম কমল হুয়াওয়ে স্মার্টফোনের

হুয়াওয়ে ব্র্যান্ডের হুয়াওয়ে অ্যাসেন্ড পি সিক্স ও হুয়াওয়ে অ্যাসেন্ড মেট মডেলের স্মার্টফোনের দাম কমানো হয়েছে। এই বিশেষ অফারে অ্যাসেন্ড পি সিক্সের মূল্য ৫ হাজার টাকা কমিয়ে রাখা হয়েছে ২৯,৯৯০ টাকা এবং হুয়াওয়ে অ্যাসেন্ড মেটের মূল্য ৪ হাজার টাকা কমিয়ে রাখা হয়েছে ২৭,৯৯০ টাকা।

একইসাথে হুয়াওয়ে অ্যাসেন্ড জি ৬১০ মডেলের স্মার্টফোনের সাথে এখন একটি ৮ জিবি মেমোরি কার্ড এবং ফ্লিপ কভার ফ্রি দেওয়া হচ্ছে, যার মূল্য ১৪,৯৯০ টাকা।

এ ছাড়াও বাজারে রয়েছে হুয়াওয়ের অ্যাসেন্ড ওয়াই ৫১১ (৬,৯৯০ টাকা) এবং অ্যাসেন্ড জি ৭০০ (১৯,৯৯০ টাকা)। এই স্মার্টফোনগুলো সিটি ব্যাংক অ্যামেক্স কার্ড, ব্র্যাক ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ০% ইন্টারেস্টে ৬টি সহজ কিস্তিতে কেনা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.facebook.com/huaweibangla।

Comments

comments

Comments are closed.