ঈদ ও পূজায় তরুণ-তরুণীদের কেনাকাটা এখন আর পোশাক-পরিচ্ছদের মধ্যে সীমাবদ্ধ নেই। উৎসবের শপিংয়ে এবার বড় একটা অংশ দখল করে নিয়েছে প্রযুক্তিপণ্য।
ক্রেতাদের কথা বিবেচনা করে ঈদ উপলক্ষে সেজেছে মোবাইল হ্যান্ডসেট কোম্পানির শো-রুমগুলো। প্রতিটি শো-রুমেই ঝুলছে ঈদের বিভিন্ন অফার সম্বলিত কার্ড। বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতাদের বেশিরভাগ তরুণ-তরুণী। তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে স্যামসং, নোকিয়া, সনি, সিম্ফনি, ওয়াল্টন ও মাইক্রোম্যাক্সের স্মার্টফোন।
এক নজরে দেখে নেয়া যাক বাজারে যেসব ব্র্যান্ডের ফোন সেট পাওয়া যাচ্ছে এবং সেগুলোর দাম:
স্যামসাং
নগদ ক্রয়ে ছাড়সহ স্যামসাংয়ের শো-রুমগুলো থেকে ৩, ৬, ১২ এবং ১৮ মাসের সহজ কিস্তিতে হ্যান্ডসেট ক্রয় করা যাবে। এজন্য অবশ্য ক্রেডিট কার্ড থাকতে হবে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস-৫ এর দাম ৬০ হাজার টাকা, এস-৪ ৪৫ হাজার টাকা, এস-৪ মিনি ৩৭ হাজার টাকা, নোট-থ্রি ৬৩ হাজার টাকা, নোট-থ্রি নিও ৪৭ হাজার টাকা এবং গ্যালাক্সি ট্যাব-থ্রি ২৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সনি
ঈদ উপলক্ষে সবগুলো মোবাইল সেটেই আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দিয়েছে সনি। এর মধ্যে সনি এক্সপিরিয়া এম২ ডুয়াল মডেলের হ্যান্ডসেটটির মূল্য আগে ছিল ২৫ হাজার ৯শ’ টাকা, ছাড়ের পর মূল্য ১৯ হাজার ৯০০ টাকা। অ্যান্ড্রোয়েড ৪.৩ জেলিবিন সেটটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১.২ গিগাহার্টস কোয়ালকোম কোয়াড কোর প্রসেসর। বেশি দামের সেটের মধ্যে রয়েছে এক্সপিরিয়া জেড ২। বর্তমানে এটি পাওয়া যাচ্ছে ৪৯ হাজার ৯০০ টাকায়। ৪ ইঞ্চি ডিসপ্লের এই সেটটিতে রয়েছে অ্যান্ড্রোয়েড ৪.৪.২ (কিটক্যাট ৪০০) অপারেটিং সিসটেম। এতে প্রসেসর রয়েছে ২.৩ গিগাহার্টস। আর এই সেটটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি ওয়াটার প্রুফ।
ওয়ালটন
দেশীয় স্মার্টফোনের বাজার এখন পর্যন্ত একক আধিপত্য রয়েছে ওয়ালটনের। ওয়ালটনের এক্স থ্রি ব্লেড স্মার্টফোনটি অত্যন্ত পাতলা, এটি মাত্র ৫.৫ মিলিমিটার পুরু। প্রিমো এক্স-৩ সেট প্রক্রিয়াজাত মেটাল এবং উচ্চমানের গ্লাসে তৈরি। ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই ব্যবহৃত হয়েছে গরিলা গ্লাস ৩, ফলে এতে দাগ কম পড়ে। ফ্রন্ট প্যানেলে দশমিক ৫৫ মিলিমিটার এবং রিয়ার প্যানেলে দশমিক ৪ মিলিমিটার পুরু গরিলা গ্লাস ব্যবহারের ফলে সেটটি মাত্র ১২৮ গ্রাম ওজনের।
সিম্ফনি
সিম্ফনি এই ঈদে বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট বাজারে এসেছে। সবচেয়ে জনপ্রিয় ৪.৫” ডিসপ্লে এবং ৫১২এমবি র্যামের সিম্ফনি ডব্লিউ৭১ হ্যান্ডসেটটি। দাম পড়বে ১০ হাজার টাকা। এটি ছাড়াও ডব্লিউ৭০ মডেলটিও ভালো বিক্রি হচ্ছে। ঈদ উপলক্ষে কোনো ছাড় না থাকলেও বসুন্ধরা সিটি থেকে মোবাইল কিনলে ১০টি কুপন পাবেন, যা থেকে পরবর্তীতে বিভিন্ন উপহার জেতার সুযোগ থাকছে। সিম্ফনির আউটলেট ইনচার্য নাজিমুদ্দিন তনু জানান, সিম্ফনি ব্র্যান্ডের হ্যান্ডসেটগুলো দুই ভাগে ভাগ করা যায়। একভাগ ক্রেতার বাজেট ১০ হাজারের ভেতরে এবং অন্যভাগের ১০ হাজারের উপরে। এই দুইভাগের ভেতরে আবার ১০ হাজারের কম বাজেটের ক্রেতাই বেশি।
মাইক্রোম্যাক্স
ভারতীয় ব্র্যান্ডের এ মোবাইল সেটগুলো ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। মাইক্রোম্যাক্সের ১১১ ক্যানভাস ডুডল ১১ হাজার, এ১১৩ ক্যানভাস এগো ১৬ হাজার, এ১১৭ ক্যানভাস ম্যাগনুস ২০ হাজার, এ২৪০ ক্যানভাস ডুডল ২৫ হাজার, এ৬৭ বোল্ট ১৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
ননব্র্যান্ড
তবে অনেকেই সাধ আর সাধ্যের সম্মিলন ঘটাতে গিয়ে অপেক্ষা কম দামে ননব্র্যান্ড টাচ ফোন কিনছেন। এসব ফোন বাজারে চাইনা ফোন বলেই চেনে সবাই। এসব ফোন সেটের চাহিদা কিন্তু কম নয়। দামি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনের পাশাপাশি এসবও বেশ বিক্রি হচ্ছে। এ ব্র্যান্ডগুলো আড়াই থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই মিলছে।