প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > প্রথম বিডিনগ সম্মেলন শুরু
প্রথম বিডিনগ সম্মেলন শুরু

প্রথম বিডিনগ সম্মেলন শুরু

তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে প্রতিভাবানদের সহায়তা করার লক্ষ্যে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি টাওয়ারের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে ২৩ মে শুরু হয়েছে দুই দিনের প্রথম বিডিনগ সম্মেলন।
বিডিনগ ২০১৩ সালের ১ অক্টোবর থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এটি মূলত বাংলাদেশের তথ্য-প্রযুক্তি প্রকৌশলীদের একটি কমিউনিটি হিসেবে কাজ করবে।
এই সম্মেলন উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এপনিক ডিরেক্টর জেনারেল পল উইলসন এবং আইক্যান এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইউ-চুয়াং কোয়েক, এপনিক নির্বাহী কমিটির সদস্য গৌরব রাজ উপাধ্যয়া, বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাব্বির ও বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমান।
হাসানুল হক ইনু বলেন, ‘বিডিনগের এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ, বিশেষ করে ইঞ্জিনিয়াররা অনেক উপকৃত হবেন বলে আমি আশা করছি।’
এপনিকের ডিরেক্টর জেনারেল পল উইলসন বলেন, ‘বিডিনগের সাফল্যে এপনিক গর্বিত।’ বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার সমপ্রসারণে বিডিনগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মতো দেশের অনেক ইন্টারনেটভিত্তিক পেশাদার কর্মী দরকার। এপনিক এ ক্ষেত্রে ট্রেনিং সুবিধা দিতে পারে কিন্তু স্থানীয় আইসিটি ইন্ডাস্ট্রিকে যুগোপযোগী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তৈরির দিকে বেশি মনোযোগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমান জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতাবিনিময়, বিভিন্ন অপারেশনাল গবেষণা সম্পাদন, স্থানীয় তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে প্রতিভাবানদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ করে দেওয়া করা এবং বাংলাদেশের জন্য উন্নত ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করা।

বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাব্বির বলেন, ভবিষ্যতে তথ্য-প্রযুক্তিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যেমন- ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স (আইইটিএফ), এশিয়া-প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপ্রিকট), এপনিক তথ্য-প্রযুক্তি পেশাজীবী ও প্রকৌশলীদের অংশগ্রহণে আর্থিকভাবে সহায়তা দেওয়ার জন্য বিডিনগ থেকে একটি অর্থ তহবিল গঠন করা হবে।

Comments

comments

Comments are closed.