প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > বাজারে ডেল ল্যাটিচিউড ই৭৪৪০ ল্যাপটপ
বাজারে ডেল ল্যাটিচিউড ই৭৪৪০ ল্যাপটপ

বাজারে ডেল ল্যাটিচিউড ই৭৪৪০ ল্যাপটপ

দেশের বাজারেই পাওয়া যাচ্ছে ডেলের ল্যাটিচিউড ই৭৪৪০ মডেলের প্রফেশনাল ল্যাপটপ। স্মার্ট টেকনোলজিস পরিবেশিত এই ল্যাপটির ১৪ ইঞ্চি এইচডি পর্দার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮। অন্যান্য বৈশিষ্ট্যে রয়েছে-ইন্টেল কোর আই ফাইভ-৪২০০ ইউ প্রসেসর, ৪ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, এইচডি ১.০ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ডিজিটাল মাইক্রোফোন, ম্যাক্স অডিও স্টেরিও স্পীকার এবং ফিঙ্গারপ্রিন্ট রীডার।

ওজন মাত্র ১.৭ কেজি হওয়ায় ল্যাপটপটি বহন করাও সুবিধা।

তিন বছরের বিক্রয়োত্তর সেবা ও একটি অরিজিনাল ডেল ব্যাকপ্যাক সহ ল্যাপটপটির দাম পড়বে ৯৮ হাজার টাকা।

Comments

comments

Comments are closed.