স্যামসাং এটিভ এক্স৩০০টিজেডসি-কে০১বিডি এবং এটিভ এক্সই৫০০টি১সি-এ০১বিডি মডেলের ট্যাবলেটে ২৫ ভাগ ডিসকাউন্ট ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস । ইন্টেল এটম প্রসেসর, ২ জিবি র্যাম, ৬৪ জিবি হার্ডড্রাইভ, ইন্টেল গ্রাফিক্স কার্ড, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মাল্টিটাচ এবং ব্লুটুথ ৪.০ সুবিধাগুলো দুটি মডেলেই রয়েছে। ট্যাবলেট দুটির ডিসপ্লে যথাক্রমে ১০.১ ইঞ্চি এবং ১১.৬ ইঞ্চি।
এক বছরের ওয়্যারেন্টি ছাড়াও সঙ্গে থাকছে ডক, কীবোর্ড এবং আইপিএম সম্পূর্ন ফ্রি।
ট্যাবগুলোর পূর্ববর্তী মূল্য যথাক্রমে ৭৩০০০ ও ৭১০০০ টাকা এবং বর্তমান হ্রাসকৃত মূল্য যথাক্রমে ৫৪৭৫০ ও ৫৩২৫০ টাকা। আরো জানতে: ০১৭৩০৭০১৯১৪।