প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > আসছে অ্যাপলের চমক আইওয়াচ!
আসছে অ্যাপলের চমক আইওয়াচ!

আসছে অ্যাপলের চমক আইওয়াচ!

অ্যাপল টাউন হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতেই ত্রিশ বছর আগে প্রথম ম্যাকিনটোশ কম্পিউটিং মেশিনকে বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্টিভ জবস।

ত্রিশ বছর পর সেই কুপার্টিনোতেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপল কর্তৃপক্ষ। জানানো হয়েছে সেখানে সংবাদ মাধ্যমের সামনে অানুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে আইফোন৬ এর নতুন দু’টি মডেলের।

তবে গুঞ্জন আছে অন্য কিছুর। ধারণা করা হচ্ছে শুধু আইফোন৬ এর মডেল উদ্বোধনের জন্যই এত ঘটা করে আয়োজন করছে না অ্যাপল। অন্তরালে আছে অন্য কিছু।অনেকের মতে দিনটি পরিণত হতে যাচ্ছে বছরের সবচেয়ে ঘটনাবহুল একটি অধ্যায়ে।

Comments

comments

Comments are closed.