প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > অনলাইনে বিক্রি শুরু করেছে ‘ডিজিটাল মল’
অনলাইনে বিক্রি শুরু করেছে ‘ডিজিটাল মল’

অনলাইনে বিক্রি শুরু করেছে ‘ডিজিটাল মল’

কেনাকাটা যেকোনো সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের অঙ্গ প্রতিষ্ঠান ‘ডিজিটাল মল’র অনলাইন বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। প্রযুক্তিপণ্য নির্ভর এই ই-কমার্স সাইটে ল্যাপটপ, ব্রান্ড পিসি, ট্যাবলেট, স্মার্টফোন, ডেস্কটপ পার্টস, প্রিন্টার, অ্যান্টিভাইরাস, অরিজিনাল সফটওয়্যার, নেটওয়ার্কিং পণ্য, টিভি, হেডফোন, স্পীকার সহ অন্যান্য কম্পিউটার এক্সেসরিজ  পাওয়া যাবে।

দেশের যেকোন স্থান থেকে ডিজিটাল মল’র ওয়্যারেন্টিযুক্ত পন্য সংগ্রহের সুযোগ পাচ্ছে অনলাইনের ক্রেতারা।

উল্লেখ্য, সাইটটিতে উল্লেখকৃত নাম্বারে কল, এসএমএস অথবা ডিজিটাল মল এর ফেসবুক পেজে মেসেজ পাঠিয়ে পণ্যের অর্ডার করা যাবে।

বিস্তারিত জানতে: http://digimall.com.bd

Comments

comments

Comments are closed.