হোয়াটসঅ্যাপ, লাইন ও হাইকের মতো চ্যাটিং অ্যাপ্লিকেশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে একটি চ্যাটিং অ্যাপ্লিকেশন আনছে গুগল। ২০১৫ সালে মোবাইলের এই চ্যাটিং অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করবে গুগল। এক খবরে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বর্তমানে গুগলের এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি উন্নয়ন বা তৈরির প্রক্রিয়ায় রয়েছে বলেই জানিয়েছে রয়টার্স। ২০১৫ সালে ভারতসহ অন্যান্য দ্রুত বর্ধনশীল দেশগুলোতে এই অ্যাপ্লিকেশনটি ছাড়া হতে পারে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের জন্য গুগলের অ্যাকাউন্ট বাধ্যতামূলক না-ও থাকতে পারে।
গুগলের সূত্রের বরাতে ইকোনমিকস টাইমস জানিয়েছে, মেসেজিং অ্যাপ্লিকেশনটিতে স্থানীয় ভাষা ও ভয়েস থেকে টেক্সট বা কথা বলে বার্তা লেখার সুবিধাও যুক্ত করতে পারে গুগল।
অবশ্য এই মোবাইল চ্যাট অ্যাপ্লিকেশন প্রসঙ্গে মুখ খুলতে নারাজ গুগল। গুগলের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, কোনো অনুমান বিষয়ে গুগল আগেভাগে কোনো মন্তব্য করতে রাজি নয়।
