সারা দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদমর্যাদার এবং গোয়েন্দা পুলিশসহ বাংলাদেশের সব থানায় সার্বক্ষণিক নিয়োজিত কর্তব্যরত কর্মকর্তাদের ব্যবহৃত সরকারি নম্বর নিয়ে প্রকাশিত হয়েছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন।
গুগল প্লে থেকে (http://goo.gl/KxoY2v) অ্যাপটি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। এ ছাড়া অ্যান্ড্রয়েড ইমুলেটর ‘ব্লু স্টেক সফট’ ব্যবহার করেও অ্যাপ্লিকেশনটি পিসি থেকে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ কনস্টেবল নাসির উদ্দিন।
সার্চ অপশন ব্যবহার করে অ্যাপটির মাধ্যমে পুলিশের প্রধান কার্যালয়, বিভিন্ন রেঞ্জ পুলিশ, সারা দেশের সব মহানগর পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ (জিআরপি), পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রিভার পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের টেলিকম এবং ইনফরমেশন মিডিয়া, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি), রাজারবাগ পুলিশ হাসপাতাল, র্যাবের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সব নম্বর পাওয়া যাবে সহজেই।
গত ১ অক্টোবর গুগল প্লেস্টোরে রিলিজ হয় মাত্র ১ দশমিক ৯ মেগাবাইটের এ অ্যাপটি। প্রকাশের এক প্রথম সপ্তাহেই এটি ডাউনলোড হয়েছে প্রায় ১০ হাজার স্মার্টফোন থেকে। টাঙ্গাইলের করোটিয়া সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা নাসির উদ্দিন জানান, অ্যাপসটি তৈরি করতে তাঁর সময় লেগেছে ছয় মাস। তবে এর আগে প্রায় দুই বছর ব্যয় করেছেন নম্বর সংগ্রহ করতে গিয়ে। ৪.৫ হাজারের বেশি নম্বর অ্যাপটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।
কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে আগ্রহ থাকায় ব্যক্তি উদ্যোগে ‘কম্পিউটার বিজ্ঞান ও প্রোগ্রামিং বিষয়ে ডিপ্লোমা করা নাসির জানালেন, দু-এক দিনের মধ্যেই এই অ্যাপটি যেন পুলিশের অফিসিয়াল অ্যাপ হিসেবে গ্রহণ করা হয় সে জন্য আবেদন করবেন। হঠাৎ বিপাকে পড়া মানুষের কথা ভেবেই কিছু একটা করার চিন্তা থেকে এই অ্যাপসটি তৈরি করেছেন নাসির। এ বিষয়ে তিনি জানালেন, আমরা পথ চলতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুবিধার সম্মূখীন হই। কারণে অকারণে এসব বিপদে সব সময় নিজের সামর্থে সমাধান করা সম্ভব হয় না।
আর দেশের প্রচলিত আইনে আপনার সব সমস্যা সমাধান করার বিধানও নেই। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আইনগত ভাবে জনগনের বিপদে সাহায্য করার জন্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। আর পুলিশকে দ্রুত সংবাদ দিতে হলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো পুলিশ অফিসারদের মোবাইল নাম্বার। আর সেই প্রয়োজনের কথা বিবেচনা করে বাংলাদেশের সকল ইন্সপেক্টর (ওসি) হইতে আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) পদমর্যাদার এবং বাংলাদেশের সকল থানায় সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ডিউটি অফিসারদের ব্যবহৃত সরকারি নাম্বারগুলো নিয়ে এই Softwareটি তৈরি করা। আশা করি আপনাদের অনাকাঙ্ক্ষিত বিপদে নম্বরগুলো কাজে আসবে।
কোনো দুর্ঘটনার সংবাদ, কোনো অপমৃত্যু সংবাদ, অগ্নিকাণ্ডের সংবাদ, বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির সংবাদ, কোনো পলাতক/ফেরারি অপরাধীদের অবস্থান জানাতে, মাদকদ্রব্য সম্পর্কে তথ্য, অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য কিংবা দাংগা হাংগামা সংঘটনের সংবাদ যেন সহজেই পুলিশকে অবহিত করতে অ্যাপস ব্যবহারকারীরা যেন এটি ব্যবহার করেন সেই প্রত্যাশা করছেন তরুণ এই পুলিশ সদস্য। একই সঙ্গে অনুরোধ করেছেন এই নম্বরগুলোতে যে অনর্থক ফোন না করতে। পাশাপাশি অ্যাপসটির মানোন্নয়নে nasir.bdpolice@gmail.com ঠিকানায় মেইল করার আহ্বান জানিয়েছেন নাসির উদ্দীন।