আপনি হয়তো এখনি মঙ্গল গ্রহে যেতে পারবেন না। কিন্তু তাতে কি? আপনার নাম পাঠাতে পারবেন পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত লাল গ্রহ মঙ্গলে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দিচ্ছে এ সুযোগ।
আগামী ৪ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে মঙ্গল অভিযানে রওনা দিচ্ছে নাসার মঙ্গলযান অরিয়ন। এই অরিয়নে করে আপনার নামটাও মঙ্গল গ্রহে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করেছে নাসা। এ জন্য নাসার ওয়েবসাইটে গিয়ে অনলাইন নিবন্ধন করতে হবে। আর ইতিমধ্যেই ৯৫ হাজার মানুষ মঙ্গলে নাম পাঠাতে নিবন্ধন করেছেন বলে জানিয়েছে নাসা। নিবন্ধনের সময় শেষ হবে ৩১শে অক্টোবর।
ওয়েবসাইটের গিয়ে নিবন্ধন করলেই আপনাকে একটা ডিজিটাল ‘বোর্ডিং পাস’ দেয়া হবে। এরপর নাসার কাছ থেকে একটা বার্তা আসবে। যাতে লেখা থাকবে ‘সফল’। এভাবে সংগ্রহ করা সব মানুষের নাম একটা মাইক্রোচিপে করে মঙ্গল গ্রহে নিয়ে যাবে অরিয়ন। আর নাসার গবেষকরা মনে করেন, এই নামগুলোর উড়ে যাওয়ার মধ্য দিয়ে মানুষ আমাদের ভবিষ্যৎ যাত্রার অংশ নিতে পারবেন। নাম নিবন্ধনের জন্য ভিজিট করুন : http://mars.nasa.gov/participate/send-your-name/orion-first-flight/
