প্রায়ই দেখা যায় আমরা আমাদের প্রিয়জনদের ফোনে পাচ্ছি না। ওপাশে ফোন বাজতেই থাকে, কিন্তু কেউ ফোন ধরে না। খুব টেনশন হয়। এ অবস্থায় আমরা কি করে জানতে পারি যে তারা কে কোথায় আছে বা কি করছে?
সেজন্যই “জিপি বাডি ট্র্যাকার”! গ্রামীণফোন বাডি ট্র্যাকারের মাধ্যমে জানা যাবে আমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে। আর এ সার্ভিসটি উপভোগ করা যাবে মাত্র ২.৩০ টাকা/ ১০০ এসএমএস রেটে, পরবর্তী প্রতি এসএমএস এর জন্য ২.৩০ টাকা !
প্রিয়জনের অবস্থান জানার জন্য টাইপ করুন locate <স্পেস> প্রিয়জনের নম্বর <প্রিয়জনের নাম> আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। ফিরতি এসএমএস জানিয়ে দেবে প্রিয়জনের অবস্থান!
তবে এ সার্ভিস উপভোগ করার আগে বাডি ট্র্যাকার সার্ভিসে রেজিস্ট্রেশন করাতে হবে। সার্ভিসটি চালু করার জন্য টাইপ করুনstart <স্পেস> আপনার নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। এক্ষেত্রে আপনার প্রিয়জনের আপনার পাঠানো ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।
ট্র্যাকিং লিস্টে প্রিয়জনকে অ্যাড করার জন্য টাইপ করুন add <স্পেস> প্রিয়জনের নম্বর <স্পেস> প্রিয়জনের নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
কোন প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন y < প্রিয়জনের নম্বর > আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে n <অটো জেনারেটেড কোড> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে <stop> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
তাহলে আজই বাডি ট্র্যাকার সার্ভিসটি উপভোগ করা শুরু করুন, আর প্রিয়জনদের রাখুন আপনার হাতের মুঠোয়। হ্যাপি ট্র্যাকিং!
চার্জ
২.৩০ টাকা/ ১০০ এসএমএস, পরবর্তি প্রতি এসএমএস এর জন্য ২.৩০ টাকা; কোন মাসিক রেন্ট প্রযোজ্য নয়
রেজিস্টার করার জন্য
টাইপ করুন START <স্পেস> আপনার নাম পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে সফল রেজিস্ট্রেশনের পর আপনি নিচের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:
কিভাবে কাউকে অ্যাড করবেন
টাইপ করুন add<স্পেস> প্রিয়জনের নম্বর <স্পেস> প্রিয়জনের নাম পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে
কিভাবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন
টাইপ করুনy <স্পেস> অটো জেনারেটেড নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে
কিভাবে কারো অবস্থান জানবেন
টাইপ করুন locate <স্পেস> প্রিয়জনের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে
কিভাবে নিজের অবস্থান জানবেন
টাইপ করুন locate <স্পেস> নিজের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে