প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জেনে রাখুন > মোবাইল এসএমএসে জানা যাবে প্রিয়জনের অবস্থান
মোবাইল এসএমএসে জানা যাবে প্রিয়জনের অবস্থান

মোবাইল এসএমএসে জানা যাবে প্রিয়জনের অবস্থান

প্রায়ই দেখা যায় আমরা আমাদের প্রিয়জনদের ফোনে পাচ্ছি না। ওপাশে ফোন বাজতেই থাকে, কিন্তু কেউ ফোন ধরে না। খুব টেনশন হয়। এ অবস্থায় আমরা কি করে জানতে পারি যে তারা কে কোথায় আছে বা কি করছে?

সেজন্যই “জিপি বাডি ট্র্যাকার”! গ্রামীণফোন বাডি ট্র্যাকারের মাধ্যমে জানা যাবে আমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে। আর এ সার্ভিসটি উপভোগ করা যাবে মাত্র ২.৩০ টাকা/ ১০০ এসএমএস রেটে, পরবর্তী প্রতি এসএমএস এর জন্য ২.৩০ টাকা !

প্রিয়জনের অবস্থান জানার জন্য টাইপ করুন locate <স্পেস> প্রিয়জনের নম্বর <প্রিয়জনের নাম> আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। ফিরতি এসএমএস জানিয়ে দেবে প্রিয়জনের অবস্থান!

তবে এ সার্ভিস উপভোগ করার আগে বাডি ট্র্যাকার সার্ভিসে রেজিস্ট্রেশন করাতে হবে। সার্ভিসটি চালু করার জন্য টাইপ করুনstart <স্পেস> আপনার নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। এক্ষেত্রে আপনার প্রিয়জনের আপনার পাঠানো ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।

ট্র্যাকিং লিস্টে প্রিয়জনকে অ্যাড করার জন্য টাইপ করুন add <স্পেস> প্রিয়জনের নম্বর <স্পেস> প্রিয়জনের নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।

কোন প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন y < প্রিয়জনের নম্বর > আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে n <অটো জেনারেটেড কোড> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।

কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে <stop> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।

তাহলে আজই বাডি ট্র্যাকার সার্ভিসটি উপভোগ করা শুরু করুন, আর প্রিয়জনদের রাখুন আপনার হাতের মুঠোয়। হ্যাপি ট্র্যাকিং!

চার্জ
২.৩০ টাকা/ ১০০ এসএমএস, পরবর্তি প্রতি এসএমএস এর জন্য ২.৩০ টাকা; কোন মাসিক রেন্ট প্রযোজ্য নয়

রেজিস্টার করার জন্য
টাইপ করুন START <স্পেস> আপনার নাম পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে সফল রেজিস্ট্রেশনের পর আপনি নিচের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:

কিভাবে কাউকে অ্যাড করবেন
টাইপ করুন add<স্পেস> প্রিয়জনের নম্বর <স্পেস> প্রিয়জনের নাম পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে

কিভাবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন
টাইপ করুনy <স্পেস> অটো জেনারেটেড নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে

কিভাবে কারো অবস্থান জানবেন
টাইপ করুন locate <স্পেস> প্রিয়জনের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে

কিভাবে নিজের অবস্থান জানবেন
টাইপ করুন locate <স্পেস> নিজের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*