প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > অ্যাপস > স্কাইপের নতুন ভিডিও মেসেজিং অ্যাপ
স্কাইপের নতুন ভিডিও মেসেজিং অ্যাপ

স্কাইপের নতুন ভিডিও মেসেজিং অ্যাপ

নতুন ভিডিও মেসেজিং অ্যাপ ‘স্কাইপ কুইক’ নিয়ে এসেছে জনপ্রিয় ভিডিও কলিং সফটওয়্যার স্কাইপ নির্মাতারা। স্কাইপের পাশাপাশি ‘স্ট্যান্ড অ্যালোন’ অ্যাপ হিসেবে কাজ করবে ‘স্কাইপ কুইক’। আর জমা হওয়া ভিডিও মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে দুই সপ্তাহ পর।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্কাইপ অ্যাকাউন্ট না থাকলেও ব্যবহার করা যাবে এই অ্যাপটি। ব্যবহারকারীর ফোন নম্বর নিশ্চিত করেই অ্যাকাউন্ট খোলা যাবে। এটা করা যাবে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ মোবাইল প্ল্যাটফর্মের জন্য।

সর্বোচ্চ ৪২ সেকেন্ডের ভিডিও মেসেজ পাঠানো যাবে স্কাইপ কুইকের মাধ্যমে। ভিডিও মেসেজ পাঠানোর পর চাইলে দুই সপ্তাহ অপেক্ষা না করে ব্যবহারকারীরা নিজেই ডিলিট করে দিতে পারবেন নিজেদের ভিডিও।

অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সনে থাকছে ভিডিও মেসেজ ফিচার ‘কুইক ফ্লিকস’। এর মাধ্যমে দ্রুত মেসেজের উত্তর দেওয়ার জন্য আগে থেকেই সম্ভাব্য উত্তরের ৫ সেকেন্ডের ভিডিও করে রাখতে পারবেন ব্যবহারকারী।

উইন্ডোজ ফোনের জন্য স্কাইপ কুইকের পরবর্তী আপডেটে ‘কুইক ফ্লিকস’ ফিচার যোগ হবে বলে জানিয়েছেন স্কাইপের প্রধান প্রোগ্রাম ম্যানেজার ড্যান চাস্টনি ।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*