ডট এনজিও ডোমেইন

ডট এনজিও ডোমেইন

আগামী বছরের জানুয়ারি মাসেই চালু হচ্ছে ডট এনজিও (.ngo) ডোমেইন। আর এ ডোমেইনের আওতায় বাংলাদেশের বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি হবে। ইতিমধ্যে বাংলাদেশে প্রায় ২০০ এনজিও এ কার্যক্রমে যুক্ত হয়েছে এবং আগামী বছরের শুরুতে সব মিলিয়ে ৩০০ এনজিওর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘এনজিও সামিট’। এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন এনজিওর সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছেন পাবলিক ইন্টারেস্ট রেজিস্ট্রির (পিআইআর) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান কিউট এবং ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (ডিইএফ) প্রতিষ্ঠাতা ও পরিচালক ওসামা মানজার। গতকাল স্থানীয় একটি হোটেলে ব্রায়ান কিউট প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানান, এনজিওগুলোর স্বচ্ছতা, জবাবদিহি, নিজেদের পরিচয় এবং সর্বোপরি নিজেদের অবস্থান সবাইকে জানানোর ক্ষেত্রে ডট এনজিও দারুণ সহযোগিতা করবে। এ লক্ষ্যে পিআইআর ও ডিএমএফ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান, কম্বোডিয়া, পাকিস্তান, নেপাল, নাইজেরিয়া, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় কাজ করে যাচ্ছে।

ওসামা মানজার জানান, ডট এনজিও ডোমেইনের আওতায় ভারতে সবচেয়ে বেশি এনজিও ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তিনি আরও বলেন, নির্দিষ্টভাবে এনজিওগুলোর জন্য এটা দারুণ একটা সুবিধা। এর ফলে নিজেদের পরিচয়, কার্যক্রম, অর্থ সংগ্রহের পদ্ধতি ইত্যাদি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই করা সম্ভব হবে। ইএনজিও নেটওয়ার্ক প্রোগ্রামের আওতায় এ বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বর্তমানে ডোমেইনের সর্বোচ্চ সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) বেশ কয়েকটি নতুন ডোমেইন আবেদন নিয়ে কাজ করছে। ইতিমধ্যে এ ধরনের আবেদনের প্রথম পর্যায়ের সময় শেষ হয়েছে এবং সে ডোমেইনগুলোর বিষয়ে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে আইসিএএনএনের সঙ্গে যুক্ত থাকা ব্রায়ান জানান, দারুণ কিছু ডোমেইন নাম নতুনভাবে চালু হবে। পাশাপাশি দুই কিংবা তিন বছরের মধ্যে শহরের নামেও ডোমেইন পাওয়া যেতে পারে।
বাংলাদেশে ডট এনজিও ডোমেইন কার্যক্রমে সহায়তা করছে বাংলাদেশ এনজিও নেটওয়ার্কস ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। এ বিষয়ে আরও জানা যাবে www.globalngo.org ঠিকানায়।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*