প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জেনে রাখুন > ফেব্রুয়ারিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫
ফেব্রুয়ারিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫

ফেব্রুয়ারিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫

২০১৫ সালের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তিভিত্তিক চার দিনের আন্তর্জাতিক আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’। যৌথভাবে এই তথ্যপ্রযুক্তি মেলার আয়োজন করছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ আয়োজনের প্রাথমিক কার্যক্রম হিসেবে রোববার আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বেসিসের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিসির পক্ষে এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম ও বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ চুক্তি স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-তে দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসিস।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*