প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের ফেলোশিপ দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক, এনআইপিএ, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং কোরিয়ার যৌথ কর্মসূচি এন্ট্রিপ্রিনিউরিয়াল ট্যালেন্টস হাউস ফর অপরচুনিটি অ্যান্ড সাপোর্টের (ইথোস) আওতায় এই ফেলোশিপ দেওয়া হবে। নির্বাচিত ব্যক্তিরা ১৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোরিয়ায় বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ পাবেন। আগ্রহীদের www.worldbank-ethos.org/ ঠিকানায় ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
