ছয় লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট প্রযুক্তির বিভিন্ন দিক শিক্ষা দিতে আজ থেকে ঢাকায় নামছে গুগল বাস। এক বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় দেশের প্রায় ৪০০ কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাবে গুগলের একাধিক বাস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় টেক জায়ান্ট এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় গুগলের ইমার্জিং মার্কেটের কান্ট্রি ম্যানেজার জেমস ম্যাকক্লুর উপস্থিত থাকবেন।
বাংলাদেশে গুগল বাস কার্যক্রমের কমিউনিটি এনগেজমেন্ট কর্মকর্তা আরিফ নেজামী জানান, প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুজন প্রশিক্ষক শিক্ষার্থীদের ইন্টারনেট বিষয়ে হাতেকলমে শিক্ষা দেবে। এক বছরের মধ্যে প্রায় ছয় লাখ শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।