প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জেনে রাখুন > ক্রোমের নতুন সংস্করণে ‘ডার্ক থিম’ মোড
ক্রোমের নতুন সংস্করণে ‘ডার্ক থিম’ মোড

ক্রোমের নতুন সংস্করণে ‘ডার্ক থিম’ মোড

রাতে চোখের ওপর চাপ কমিয়ে স্বচ্ছন্দে কাজের সুযোগ দিতে এবার নিজেদের মেন্যু ও সেটিংস অপশনে ‘ডার্ক থিম’ মোড চালু করেছে ক্রোম ব্রাউজার। ‘ক্রোম ৭৮’ নামের সংস্করণটি কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় নিজ থেকেই আলো নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন অ্যাপ বা সেবার ‘ডার্ক মোড’ ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু করা যাবে। অর্থাৎ বিভিন্ন অ্যাপ বা সেবার জন্য আলাদাভাবে ডার্ক মোড চালু করতে হবে না। ফলে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ পাবে।

‘ডার্ক থিম’ সুবিধার পাশাপাশি বর্তমানের তুলনায় একই সময়ে বেশিসংখ্যক ট্যাব খোলারও সুযোগ মিলবে ক্রোমের নতুন সংস্করণে। অ্যানড্রয়েড, উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও মোবাইল ফোনে এ সুযোগ মিলবে।

সূত্র : ইন্টারনেট

Comments

comments

Comments are closed.