মালয়েশিয়ার ভিসা সেবা দ্রুত করতে ঢাকায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। ফলে মালয়েশিয়া ভ্রমণ প্রত্যাশীদের হয়রানি কমবে এবং সহজে, কম সময়ের মধ্যে ভ্রমণ পরিকল্পনা করা যাবে। মঙ্গলবার দুপুরে, বারিধারাস্থ ৭নং সোহরাওয়ার্দী এভিনিউতে এই সার্ভিসের উদ্বোধন করেন সফররত মালয়েশিয়ার স্বরাস্ট্র মন্ত্রী দাতো সেরি ড. আহমদ জাহিদ হামিদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রধান নুরিসমার বিন ইসহাক। আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া ওএসসি বাংলাদেশ লি:-এর চেয়ারম্যান আহমাদ আফিনডি বিন হামজা, ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।