২৫ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে বিমানের টিকিটে। আটটি আন্তর্জাতিক রুটে বিক্রি হবে এ হ্রাসকৃত মুল্যের টিকিট। এমন ঘোষণাই দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হোটেল সোনারগাঁওয়ে আগামী বৃহস্পতিবার থেকে তিন দিনের ‘ঢাকা ট্রাভেল মার্ট, ২০১৪’-এর মেলায় বিক্রি হবে বিমানের হ্রাসকৃত মূল্যের এ আগাম টিকিট। এসব টিকিটের বৈধতা থাকবে ৯০ দিন পর্যন্ত।
ঢাকা ট্রাভেল মার্ট’ মেলা চলাকালে (সকাল ১০টা থেকে রাত ৮টা)কলকাতা, ব্যাংকক, সিংগাপুর ও কুয়ালালামপুর রুটে বিমানের অগ্রিম টিকিট কেনা যাবে ২৫ শতাংশ ছাড়ে। এ ছাড়া একই মেলায় বিমানের দিল্লি ও হংকং রুটের টিকিট ৩০ শতাংশ এবং ফ্রাংকফুর্ট ও ইয়াঙ্গুন রুটের টিকিট বিক্রি হবে ৫০ শতাংশ ছাড়কৃত মূল্যে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মেলায় প্রবেশের টিকিটের র্যাফেল ড্র’ বিজয়ীদের বিমান বিনা মূল্যে প্রথমদিন ঢাকা-হংকং-ঢাকা, দ্বিতীয় দিন ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা এবং তৃতীয় দিন ঢাকা-দিল্লি-ঢাকা রুটে দুটি সৌজন্য টিকিটের ব্যবস্থা করেছে।
